রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, ‘ইরানের সরকার ২শ’ টিরও বেশি ঘাতক ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল ঝাঁক ছুড়েছে। তিনি বলেন, হামলায় একটি মেয়ে আহত হয়েছে।
পৃথক এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, ইসরায়েলি ভূখ-ের দিকে ধেয়ে আসা ‘ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপণযোগ্য কয়েক ডজন ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেসবের বেশিরভাগই ইসরায়েলে প্রবেশের আগেই ঠেকিয়ে দেওয়া হয়।
বিবৃতিতে আরো বলা হয়, কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান বর্তমানে দেশটির আকাশসীমার দিকে আসা ‘সব ধরনের হামলার হুমকি’ ঠেকাতে কাজ করছে।# সেীজন্যে: বাসস
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর