সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সামরিক মুখপাত্র ইয়েহিয়া সারি বলেন, হুথিরা ‘হাইফা বন্দরের নৌ অবরোধ কার্যকর করার জন্য কাজ শুরু করবে’।
হুথি মুখপাত্র বলেন, এই বন্দরে উপস্থিত বা অভিমুখী জাহাজ সহ সকল কোম্পানিকে এতদ্বারা অবহিত করা হচ্ছে ‘হাইফা বন্দরসহ অন্যান্য এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন ‘আমাদের জনগণ এবং গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘গাজার ওপর আগ্রাসন শেষ হলে এবং অবরোধ তুলে নেওয়ার পরে ইসরাইলের ওপর তাদের আক্রমণ বন্ধ হয়ে যাবে’।
সোমবারের সকালে, ইসরাইেলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, তার দেশ সমগ্র গাজার ‘নিয়ন্ত্রণ’ নেবে। উদ্ধারকারীরা নতুন তীব্র আক্রমণে কয়েক ডজন নিহতের কথা জানিয়েছেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর