
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমানার বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনকারীদের নিরাপত্তা ও সমর্থন দেয়ার পাশাপাশি পশ্চিম তীরের জমি দখল এবং উগ্র ইসরাইলি বসতি স্থাপনকারীদের মুখপাত্র হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।
যে ভবন নির্মাণ প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেটি আমানার সঙ্গে সম্পর্কযুক্ত। নাম: বিনয়ানেইবার আমানা। এই প্রতিষ্ঠানটি মূলত দখলকৃত জমির ওপর ভবন নির্মাণ করে ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে বিক্রি করত।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক কিংবা বাসিন্দা আমানা এবং বিনয়ানেইবার আমানার সঙ্গে অর্থ লেনদেন করতে পারবেন না। পাশাপাশি এই দুই সংস্থায় কর্মরতদের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং যুক্তরাষ্টে এই দুই সংস্থার যত সম্পত্তি রয়েছে, তাও জব্দ থাকবে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম তীরে সহিংসতা উসকে দেয়ার অভিযোগে গত সপ্তাহে বিনয়ানেইবার আমানা এবং ইসরাইলি মন্ত্রিসভার দুই সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের প্রায় ৯০ জন আইন প্রণেতা।
বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, আইন প্রণেতাদের সেই আহ্বানের প্রতি সম্মান জানিয়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে ওই দুই মন্ত্রির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। # বাসস
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর