কুমিল্লা মহানগর হেফজতের উদ্যোগে বুহস্পতিবার নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামছুল ইসলাম জিলানীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, মুফতি ইয়াকুব ওসমানী, মাওলানা জামিল আশরাফী, মুফতী নাইমুল ইসলাম, মুফতী মোজাম্মেল, মাওলানা সোলাইমান, মাওলানা আব্দুল কাদের জামাল ও মাওলানা খলীলুর রহমান কাসেমী।
বক্তারা বলেন, মুসলমানের রক্তখেকো ভারতের হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠী এদেশে 'হিন্দু কার্ড' খেলে পতিত স্বৈরাচার আওয়ামীলীগকে পূনর্বাসন করে নিজেদের আধিপত্যবাদ কায়েম রাখতে চায়। তাদের সেবাদাস ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ভারত উন্মাদ হয়ে আছে। তাই তারা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারতের কোনো ফাঁদে পা না দিতে দেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর