# নিজস্ব প্রতিবেদক...........................................
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ইউনিয়ন পর্যায়ে নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী নগরীর এক মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে অংশ নেয়া অপরাজিতা নারীরা এ দাবি জানান।
‘অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প, রাজশাহী’ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহিমা বেগম। বক্তব্য দেনÑ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার ড. আইনাল হক, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন। এ সময় মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জনকণ্ঠের ব্যুরো প্রধান মামুনুর রশীদ, ইত্তেফাকের রাজশাহীর স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদ, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, দৈনিক সংবাদের রাজশাহীর স্টাফ রিপোর্টার সুব্রত দাসসহ অন্যান্য সাংবাদিকরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
পরে নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে সাংবাদিকদের লিখিত মতামত ও সুপারিশসমূহ সকলের সামনে তুলে ধরেন দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের রাজশাহী প্রতিনিধি মুঞ্জুয়ারা খাতুন ও ভোরের কাগজের রিপোর্টার আমানুল্লাহ আমান। মাঠপর্যায়ের তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করেন প্রকল্পটির পিসি মোর্শেদ আলম, ডিপিডি সাইফুল ইসলাম ও এএনজি শাহীনা লাইজু প্রমুখ। সভায় বক্তারা বলেন, নারীদের পিছিয়ে পড়তে রাজনৈতিক কোন্দল অনেকাংশে দায়ী। নারীদের এগিয়ে নিতে সমসাময়িক শিক্ষা দিতে হবে। তাদের জন্য তৈরি করতে হবে নিরাপদ পরিবেশ। নারীদের দাবি-দাওয়া নিয়ে তাদেরই এগিয়ে আসতে হবে। সভায় অংশ নেয়া নারীরাও তাদের সংগ্রামের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর