এসএন ডেস্ক: ইউক্রেনের উত্তরপূর্ব খারকিভ অঞ্চলে একটি মেইল ডিপোতে শনিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয়জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা এক ভিডিও ফুটেজে ইউক্রেনের পোস্টাল অপারেটর নোভা পোশতার একটি গুদাম ঘর ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তুপে পরিণত হতে দেখা গেছে।
খারকিভ অঞ্চলের গভর্ণর ওলেগ সিনেগুবভ বলেন, “দখলদারদের হামলায় হতাহতরা কোম্পানির কর্মচারি ছিল এবং তারা নোভা পোশতা ডিপোর ভিতরে ছিল।
তিনি আরো বলেন, “নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে।
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা তাদের জীবন রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন।
আঞ্চলিক প্রসিকিউটর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, খারকিভের উত্তরে বেলগোরোড অঞ্চলে রাশিয়ার বাহিনী এস-৩০০ নামের অনেক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসবের মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ডাক গুদামে আঘাত হানে।সূত্র: বাসস
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর