আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি………………………………………………..
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে “ভ্রাতৃত্বের উষ্ণতা ছড়াতে” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্নজনের আর্থায়ানে এবং আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ রেজাউল করিমের পরামর্শে, প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আরাফাত হোসেনের সার্বিক পরিচালনায় তেলকুপি বিশ্বাসটোলা নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় প্রথম পর্যায়ে এতিম শিক্ষার্থীদের ৩৮টি কম্বল বিতরণ করা হয়।
আজ ২১’ই জানুয়ারী রবিবার দ্বিতীয় পর্যায়ে প্রায় ১০২টি অসহায়,দুঃস্থ, বিধবা,বৃদ্ধ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আরাফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মোঃবাইজুল ইসলাম (ডাক্কু),সেক্রেটারি তেলকুপি বিশ্বাসটোলা জামে মসজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ সাব্বিরুদ্দিন, প্রধান শিক্ষক, বিনোদপুর উচ্চ বিদ্যালয় ও আজীবন দাতা সদস্য, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ নাজিমুদ্দিন মাস্টার, মোঃ সারোয়ার জাহান মানিক মাষ্টার,সহ-সভাপতি আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন। মোঃ মমিন উদ্দিন পরিচালক, সন্ধান সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন, মোঃ শামীম হোসেন, বিশিষ্ট আম ব্যবসায়ী ও সমাজসেবক। আবদুস সবুর আলী প্রভাষক, চাতরা ইসলামিক কালচারাল ইনস্টিটিউট ও ক্যাশিয়ার, তেলকুপি নূঃহাঃএতিঃ মাদ্রাসা, মোঃ ইউসুফ আমীন,ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, আপোস। মোঃ কাসেদ আলী,০৭ নং ওয়ার্ড সদস্য, শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রমূখ।
নিঃস্বার্থকভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা’করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায়, দুঃস্থ ও গরিব মানুষকে দুর্দিনে (বিপদে) সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং নামাজ, রোজা ও হজ্জের সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে কেউ আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, সকল কিতাব,নবী ও রাসূলের প্রতি ইমান আনয়ন করলে এবং আল্লাহ-প্রেমে আত্মীয়স্বজন, গরিব, অসহায়, এতিম, মিসকিন,পর্যটক, সাহায্যপ্রার্থীদের ও দাস মুক্তির জন্য অর্থ দান করলে, নামাজ প্রতিষ্ঠা করলে, জাকাত আদায় করলে, প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করলে; অর্থসংকটে, দুঃখ-ক্লেশে ও সংগ্রাম-সংকটে ধৈর্য ধারণ করলে। এরাই তারা, যারা সত্যপরায়ণ, নৈতিকতা এবং তারাই মুত্তাকি।’ (সূরা আল-বাকারা, আয়াত নংঃ ১৭৭)।
এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও কমিটির সদস্য সহ গন্যমান্যা ব্যাক্তিবগ, এলাকাবাসী, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ।#