# মোহাঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দেলন বাংলাদেশর সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম বলেন আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে ইসলামের বিজয় কেউ রুখে দিতে পারবেনা। ইসলাম দেশ ও মানবতার কল্যাণে এবং মানুষের অধিকার নিশ্চিতকরণে ইসলামী শক্তিকেই রাষ্ট্র ক্ষমতায় আনতে আলেমসমাজ কে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন দেশের সকল শ্রেণি আলেম ওলামা ও ইসলামী শক্তিগুলোকে এক্যবদ্ধ থাকতে হবে।
১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনার দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুফতি আজিজুর রহমান সোহেলের সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুল হুদা সাধুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে মুফতি সৈয়দ ফয়জুল করিম আরো বলেন খুলনার আলেম - ওলামা যে ভাবে ঐক্যবদ্ধ হচ্ছে সেটা সারা দেশের মানুষের কাছে প্রশংসার দাবী রাখে। এখানে চরমোনাই জামাত হেফাজত, খেলাফত সহ সবাইকে ঐক্যবদ্ধ ভাবে শক্তি সঞ্চার করে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ছিলো একটি সুন্দর দেশ গড়া, যেখানে দল-মত এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রে কাজ করবে। আমরা নতুন রাজনৈতিক চর্চা এবং একটি নতুন সংবিধান দেখতে চেয়েছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আজও দুর্নীতি, দুঃশাসন ও চাঁদা বাজী রাজনীতি দেখতে বাধ্য হচ্ছি।
শায়েখে চরমোনাই বলেন, "আমরা ২০০৮ সাল থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছি। বর্তমানে অন্যান্য রাজনৈতিক দলও এই পদ্ধতির পক্ষে একমত হয়েছে, যখন দেশের মুষ্টিময় কিছু ও দল জনগণের সামনে পিআর পদ্ধতির অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
মুফতি ফয়জুল করিম বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা নির্বাচন চাই, তবে সেটি পুরাতন পদ্ধতিতে নয়, আধুনিক পদ্ধতিতে। বিশ্বের ৯১টিরও বেশি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে বলে দাবী করেন তিনি। শায়েখে চরমোনাই খুলনা ৪ আসনের বিজয়ী ছিনিয়ে আনতে ওলামায়ে কেরামের প্রতি জর আহ্বান জানান।
বিশেষ অতিথি বক্তব্যে নায়েবী আমীর ও খুলনা ৩ আসনের হাতপাখা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ আব্দুল আউয়াল বলেন, ইসলাম শান্তির ধর্ম শান্তি শৃঙ্খলা শিক্ষা দেয় দেশের শান্তি ফিরায় আনতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোন বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব ও খুলনা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ বলেন, আগামী নির্বাচনে খুলনা ৪আসনে ইসলামের পক্ষে একটি বাক্সই দেওয়া হবে। আপনারা প্রস্তুত থাকুন রুপসা ,তেরখাদা দিঘলিয়া থেকে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে। সম্মেলনে বিশেষ অতিথির আরো বক্তব্যে ইসলামী আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান খুলনা মহানগর শাখা সভাপতি মুফতি আমানুল্লাহ, জেলা সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদার, জেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলার সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মুজাহিদ কমিটির জেলা শাখা সদর মুফতি ফরিদ আহমেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি গোলামুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী, সেক্রেটারি মাস্টার জাফর সাদেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস দিঘলিয়া উপজেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেন ইমাম পরিষদ দিঘলিয়া উপজেলা এর সভাপতি মুফতি আহমদ উল্লাহ, সেক্রেটারি মুফতি নাঈম আশরাফ, আইম্মা পরিষদ উপজেলার সহ-সভাপতি মুফতি আব্দুল মান্নান ওসমানী, মুফতি আব্দুল কাদের, মুফতি ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি মুফতি গোলাম রহমান সহ-সাধারণ সম্পাদক মাওলানা জমিরুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন ওসমানী ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা সভাপতি মুফতি ফজলুল হক ফাহাদ শেখ মুহিবুল্লাহ,মাওঃ রফিকুল ইসলাম এসেকেন্দার,আলহাজ্ব মাস্টার হাফিজুর রহমান আবু জাফর বিশ্বাস ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মোঃ ফরহাদ মোল্লা, মাওলানা শহিদুল ইসলাম মাওলানা শফিকুল ইসলাম মাওলানা মোক্সেন আলী, কারী হেলাল উদ্দিন প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর