# লিয়াকত হোসেন ........................................
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ র্যালি করেছে আরএমপি। ২৬ জুন রবিবার সকাল সাড়ে ৮ টায় নগর ভবন থেকে শুরু হয়ে এ এইচ এম কামারুজ্জামান স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে '' আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু'' এই শ্লোগানকে সামনে রেখে এই আনন্দ র্যালি বের করে আরএমপি।
উক্ত আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।
গত ২৫ জুন ছিলো বাঙালী জাতির জীবনে এক অবিস্বরণীয় দিন। স্বপ্নের পদ্মা সেতু শুধু রড-সিমেন্টের অবকাঠামো নয়। এটি বাংলাদেশের অহংকার, আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দেশবাসীর ন্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।
গতকাল পুলিশ কমিশনার সকাল সাড়ে ৯ টায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসন, রাজশাহী'র আয়োজনে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং সকাল ১০ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন, আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকতা-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।#
এডিট: সান
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর