অজ্ঞাতপরিচয় জঙ্গিরা কনস্যুলেটের কর্মীদের গাড়ির উপর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালায় বলে বিদেশ মন্ত্রকের ওই সূত্রের দাবি। হতাহতদের মধ্যে কোনও ভারতীয় নাগরিকও নেই। ওই গাড়িটিতে ছিলেন শুধু জালালাবাদ কনস্যুলেটের আফগান কর্মীরা। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, এই সন্ত্রাসের নেপথ্যে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে) রয়েছে।
চলতি মাসেই আইএসকের হামলায় তালিবান সরকারের মন্ত্রী খলিল-উর-রেহমান হক্কানি নিহত হয়েছিলেন। ২০২১ সালে তালিবানের ক্ষমতা দখলের পরে আফগানিস্তানের রাজধানী কাবুলের ভারতীয় দূতাবাস এবং কন্দহর, হেরাট ও মাজার-ই-শরিফের কনস্যুলেটে হামলা হয়েছিল। তার আগে গণতান্ত্রিক সরকারের জমানাতেও আফগানিস্তানের ধারাবাহিক ভাবে জঙ্গিহানার শিকার হয়েছে কাবুলের ভারতীয় দূতাবাস। তালিবানের ক্ষমতা দখলের পরে আনুষ্ঠানিক ভাবে নয়াদিল্লি-কাবুল কূটনৈতিক যোগাযোগ নেই। তবে ভিসা সংক্রান্ত জরুরি কাজগুলির জন্য কয়েকটি কূটনৈতিক দফতর খুলে রেখেছে বিদেশ মন্ত্রক।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর