মোঃ আব্দুল বাতে ঃ লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, হ্যাকাররা ইউরোপের বিমানবন্দরগুলোর ফ্লাইট অপারেশন, নিরাপত্তা নেটওয়ার্ক ও যাত্রী তথ্যভান্ডারে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল। এসব ঘটনার পর থেকেই বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
বেবিচকের এক কর্মকর্তা জানান, “আমরা ইতিমধ্যে প্রতিটি বিমানবন্দরের আইটি ও নিরাপত্তা টিমকে সতর্ক করেছি। সাইবার মনিটরিং সেলকে ২৪ ঘণ্টা সচল রাখা হয়েছে এবং আন্তর্জাতিক সাইবার থ্রেট ইন্টেলিজেন্স টিমের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে।” বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই হামলাগুলো বিমান চলাচল খাতে সাইবার নিরাপত্তার গুরুত্ব আবারও মনে করিয়ে দিয়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়—ফলে নিরাপত্তা অবকাঠামো আরও শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর