মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমানকে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে গুরুতর জখম করার ঘটনার পর আটক আসামি লিমন মিয়া (৩৪) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ায় তীব্র সমালোচনা তৈরি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির হয়ে ব্যাখা দাখিল করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
পুলিশ কমিশনার আদালতকে জানান, লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়ার সময় ঘটনাস্থলে জনসমাগম বেড়ে যায়। এরই সুযোগে আসামি ক্যামেরার সামনে কথা বলার সুযোগ পায়। তিনি বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সময় কমিশনারের পক্ষে তার আইনজীবী জমসেদ আলী লিখিত ব্যাখা আদালতে দাখিল করেন এবং কমিশনারের বিরুদ্ধে দায়ের করা বিবিধ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার পরবর্তী শুনানি আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন আদালত পুলিশ কমিশনারের ব্যাখা ও অব্যাহতির আবেদন নিয়ে আদেশ দিতে পারেন।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়া হলে সেখানে তার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর