# মোঃ ফায়সাল, কলেজ ক্যাম্পাস প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে নবীন বরণ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ জুন সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. রিফাত হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাজু মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি ও নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী, এস এম রেজাউল ইসলাম রেজু।
তিনি তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত জ্ঞান অর্জন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং তোমাদেরকেই ভবিষ্যতের নেতৃত্ব দিতে হবে। আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সৃজনশীল চিন্তার সমন্বয়। তোমরা শুধু ডিগ্রিধারী না হয়ে, জ্ঞানী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠো-সেই প্রত্যাশা কামনা করি।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন। প্রধান বক্তা ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু।
অনুষ্ঠানে আত্রাই উপজেলা ও কলেজ শাখা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর