# মো: রাসাদুদ জামান, আত্রাই থানা প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু এর উদ্যোগে আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কের পাশে বৃক্ষরোপন করা হয় ৷
এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জিয়া সাইবার ফোর্স সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷ বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান।” অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রানদায়ী বৃক্ষরাজি। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। ” দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর” – কবির এ আরতি আজ অরণ্যে রোদন এ পরিণত হয়েছে। কেননা অরণ্য দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে মানুষের কুঠারের আঘাতে। এ হচ্ছে মানুষের আত্মঘাতী কর্ম।

সৌদি আরবের মরুর বুকে রাজত্ব করছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া উপহারের নিম গাছ। ঐতিহাসিক আরাফাতের ময়দানের জন্য জিয়াউর রহমানের দেওয়া নিম গাছ এখন ছড়িয়ে পড়েছে পুরো মরুর দেশে। জনপ্রিয়তার কারণে নিম গাছ সৌদি আরবে পরিচিতি পেয়েছে ‘জিয়া ট্রি’ বা ‘জিয়া গাছ’ নামে। যা আরবিতে বলা হয় ‘জিয়া শাজারাহ’। জিয়ার আদর্শকে ধারণ করে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে।
নিম গাছ রোপন করেন থানা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু সহ থানা বিএনপির অঙ্গসহযোগী আরো নেতাকর্মী। আসুন আমরা সকলে মিলে গাছ লাগাই পরিবেশ বাঁচায় মানুষের অক্সিজেনের ঘাটতি পূরণ করি বাংলাদেশকে সবুজে সবুজে ভরিয়ে দিই। বাংলাদেশের যে বৃক্ষের ঘাটতি আছে তা আমরা সকলে মিলে পূর্ণ করি। একটি একটি করে গাছ লাগিয়ে জলবায়ু সহ সকল দুর্যোগের মোকাবেলা করি। বৃক্ষের মাঝে ফিরে প্যাক প্রকৃতির প্রাণ।#