প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৪, ৪:১৬ এ.এম
আত্রাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

#মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি................................................
নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন মো. এবাদুর রহমান প্রামাণিক, সনৎ কুমার প্রামাণিক, মোছা. মমতাজ বেগম, মো. আক্কাছ আলী প্রামাণিক, মো. আজিজুর রহমান পলাশ, শেখ মো. একরামুলবারী রঞ্জু, মো. আলমগীর হোসেন বাবর ও মো. মহাতাব উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে মো. হাফিজুল শেখ, মো. আফছার প্রামাণিক ও মো. আব্দুর রাজ্জাক মন্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, মোছা. মিতু বানু, মোছা. শামছুন নাহার, রওশন আরা পারভিন ও মোছা. মেরিনা আকতার।
উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন বলেন, এ উপজেলায় মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ মে. মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহন ২৯ মে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ১৫২ জন। এর মধ্যে পুরুষ ৮৬ হাজার ৩৭২ এবং মহিলা ৮৩ হাজার ৩৭৮ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ২ জন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর