প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ১২:১৪ পি.এম
আত্রাইয়ে ২৬ হাজার ৮’শ’ শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল

আত্রাই প্রতিনিধি: আত্রাইয়ে ২৬ হাজার ৮’শ’ শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল। নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ শনিবার পহেলা জুন ২০২৪ সকালে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি জানান, দিনব্যাপী এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৩ শ’ এবং ১ থেকে ৫ বছরের ২৪ হাজার ৫ শ’ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ শ’ ৯৩ কেন্দ্রে ৪ শ’ ৯৯ কর্মীর মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর