প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৩:২৬ পি.এম
আত্রাইয়ে শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল প্রচারণা মিছিল

# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, আত্রাই উপজেলা শাখার উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন আম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন আমতলা সিএনজি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন আত্রাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
নওগাঁ-৬ (আত্রাই–রানীনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী এস.এম. রেজাউল ইসলাম (রেজু)-এর পক্ষে আয়োজিত এ মিছিলে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিলে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, সংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আত্রাই উপজেলা বিএনপির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার বিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা সভাপতি মোতালেব হোসেন মোতা, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মাজেদুর রহমানসহ আত্রাই উপজেলা শ্রমিক দলের সকল নেতাকর্মী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর