# মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান মৃত্যুতে দুই ভাতিজা আটক। মঙ্গলবার ভোর রাতে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে আত্রাই থানা পুলিশ। মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরের পর আটক দু'জনকে আদালতে পাঠানো হয়েছে।আত্রাই থানার ওসি আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার তেজনন্দী ভাটো পাড়া গ্রামের বাবু ও আলিম। সোমবার (১৮ আগষ্ট) সন্ধ্য়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমানের মৃত্যু হয়। স্থানীয় ও পুলিশ যায়, জমি-জমা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টায় ভাতিজাদের সঙ্গে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা আজিজার রহমানের কথা কাটাকাটি হয়। এ সময় ভাতিজাসহ কয়েকজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমান নিহত হন। পরে নিহতের ছেলে মুকুল হোসেন আত্রাই থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পরপরই ভাতিজারা পালিয়ে যায়। মামলার পর আত্রাই থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত দুই ভাতিজা বাবু ও আলিমকে গ্রেপ্তার করে।
ওসি আব্দুল মান্নান বলেন, “আজিজার রহমান নিহতের ঘটনায় গ্রেপ্তাররা মূল আসামি। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বাবু ও আলিমকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর