মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের ঐতিহাসিক 'আম চত্বর' এলাকা থেকে এক বিশাল গণসংযোগের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারনায় নামেন।
এসময় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। উপজেলা প্রধান ফটকের সামনে বক্তব্য প্রদানকালে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আজ সেই অন্ধকার কাটিয়ে আমরা গণতন্ত্রের সূর্যোদয় দেখতে পাচ্ছি। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আত্রাই-রাণীনগরের প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। কোনো সন্ত্রাস বা চাঁদাবাজের স্থান এই জনপদে হবে না। আমরা শান্তি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি সমৃদ্ধ, সুশাসিত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিচ্ছি, নির্বাচিত হলে আত্রাই-রাণীনগরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।
প্রচারণাকালে আত্রাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। মিছিলে মিছিলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। সাধারণ ভোটাররা জানান, দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে নির্বাচনী আমেজ ফিরে আসায় আমরা আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর ও আবু বক্কর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর