# রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পূর্বের সভাপতি মো. আশরাফুল ইসলাম-এর শিক্ষাগত যোগ্যতা (বিএ পাস) সংক্রান্ত কারণে তাঁর মনোনয়ন পরিবর্তন করে শেখ মো. আবু মাসুম-কে নতুন সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে গত ১৫-১০-২০২৫ ইং তারিখে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন গভর্নিং বডি অনুমোদন করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, নবগঠিত অত্র গভর্নিং বডির মেয়াদকাল ২৮-১০-২০২৫ ইং তারিখ পর্যন্ত বহাল থাকবে। বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন এ বিষয়ে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এই পরিবর্তন এসেছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই। নতুন সভাপতি শেখ মো. আবু মাসুমের নেতৃত্বে কলেজের সার্বিক শিক্ষাদান কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে আমরা আশা করি।
নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি শেখ মো. আবু মাসুম বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে যে দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের জন্য একটি উন্নত ও আধুনিক পরিবেশ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য হবে। আমি কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডি এবং স্থানীয় সকলের সহযোগিতা কামনা করছি, যেন আমরা নির্ধারিত মেয়াদকালে কলেজের উন্নয়নে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর