# মোঃ রাসাদুদ জামান, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে এক আলোচনা সভার পাশাপাশি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনার রশিদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বান্দাইখাড়া ক্লাস্টারের শিক্ষকদের আয়োজনে সোমবার সকাল ১১টায় বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনার রশিদের সভাপতিত্বে আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুণ-অর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার, মো. রবিউল হাসান, মো. তারিক ইকবাল এবং উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, মো. ফয়েজ উদ্দিন, মোঃ জহুরুল ইসলাম দুলাল, জালাল উদ্দীন, মোজাম্মেল হক, মো. হারুণ, মো. আইনাল, মো. সোলাইমান, মো. রেজাউল হক, মো. মোছাঃ হাসিনা, রেহেনা, আশরাফুল ইসলাম (অব:), সহকারী শিক্ষক মো. মিনহাজ উদ্দিন মিঠু, লিটন, হুমায়ুন, মো. সাইফুল ইসলাম, মো. সাজেদুল ইসলাম, মো. কামাল, মুক্তি রাণী, এস কে সাম্নী আখতার, দিল আফরোজা খানম, মোবারক সহ বান্দাইখাড়া ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ।
আলোচনা সভা শেষে আত্রাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনার রশিদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর