#মোঃ ফিরোজ আহমেদ আত্রাই,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ের বিহারীপুর রেল কলোনী গ্রামের সাদ্দামের ছেলে জিহাদ (৮) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেয়াছে।
জানা যায়, সে আত্রাই রেল কলোনীর একটি মাদ্রাসাতে লেখাপড়া করতো।গতকাল রবিবার (১৪ জুলাই)২০২৪ বিকেল সাড়ে ৫ টার দিকে খেলাধূলা করতে গিয়ে মাদ্রাসা সংলগ্ন একটি জলাসয়ে পড়ে যায়।পরে স্থানীয় জনসাধারণ তাহাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু টিকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার ওসি মোঃ জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। প্রত্যেক অভিভবাককে বন্যা মৌসুমে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর