প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৭:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৪:১৫ পি.এম
আত্রাইয়ে নুরুল ইসলামের মৃত্যু ঘিরে ধুম্রজাল সৃষ্টি

# মোঃ রাসাদুদ জামান, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে নুরুল ইসলাম (৭২) এক ব্যক্তির মৃত্যু ঘিরে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এটি হত্যা না আত্নহত্যা এ নিয়ে চলছে জনমনে ব্যাপক জল্পনা কল্পনা। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ জুন) রাতে উপজেলার নবাবেরতাম্বু গ্রামে। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নূরুল ইসলাম (৭২) রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে তার গলায় দড়ি ও দড়িটি জানালার সঙ্গে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। তাকে হত্যা করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন এ প্রশ্ন সবার মনে।
এদিকে বেশ কিছুদিন থেকে নূরুল ইসলামের সঙ্গে তার বড় ছেলে আব্দুল আজিজ বাবুর দ্বন্দ্ব চলে আসছিল। আত্রাই থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘ঘটনার মোটিভ উদঘাটনে আমরা তৎপর রয়েছি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চার ছেলে ও দুই মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর