বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামের ডাঃ মেহেদী হাসান তমালের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার (৩ ডিসেম্বর ) সকালে এ ঘটনা ঘটে। ডাঃ মেহেদী হাসান তমাল তুষার সম্বনিত মৎস খামার ও হ্যাসারির স্বত্বাধিকারী এবং মৃত দেওয়ান মহসিন আলীর ছেলে।
মো.ডাঃ মেহেদী হাসান তমাল অভিযোগ করে বলেন, আমি সকালে খবর পেয়েছি। আমার এই ৭ নং পুকুরটিতে খুব দামি এবং প্রজনন বৃদ্ধির জন্য বড় মাছ চাষ করা হয়েছিল। কে বা কারা এটা করেছে আমি জানি না। যারা ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই সুপরিকল্পিতভাবে করেছে, তবে কারো ইশারায় এ ঘটনাটা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ কাজ করা হয়েছে।
তিনি আরো বলেন,আমার বিশ লক্ষ টাকার অধিক ক্ষতি করা হয়েছে। এ বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর