মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই,প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সাংস্কৃতিক সংগঠন আত্রাই সুরের মোহনার উদ্যোগে সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ মে) সন্ধায় উপজেলা অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে কবির জীবনি ও লেখনি নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের আয়োজক আত্রাই সুরের মোহনার প্রোপাইটর হামিদুল হক রানু, আত্রাই মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক দ্বীন মোহাম্মদ, উপজেলা আওয়ামী সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল আলম শেখ, সমাজসেবা অধিদপ্তর নওগাঁর অবসরপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রহিম,আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার প্রমুখ। পরে নজরুল গীতি, সুর-তাল-ছন্দ ও নুপুরের ঝনঝনানিতে সাংস্কৃতিক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত গড়ায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর