# রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ৪ নম্বর পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ+প্রাপ্ত ১১৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪ নম্বর পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলামের সভাপতিত্বে মো. তোজাম্মেল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।
প্রধান অতিথি মো. রাকিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের নিজেদের নয়, এটি সমাজ ও দেশের জন্য গর্বের বিষয়। তাদের এই অর্জন ধরে রাখতে আরও বেশি মেধা ও পরিশ্রমের বিকল্প নেই। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে পরিবার, শিক্ষক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো. খবিরুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের ইউনিয়ন ও উপজেলার গৌরব। তাদের মেধা ও পরিশ্রমকে আরও বিকশিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের সাফল্য শুধু পরিবারের জন্য নয়, সমগ্র সমাজের জন্য অনুপ্রেরণা। আমরা চাই, তারা উচ্চশিক্ষায় আরও দক্ষতা অর্জন করে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী রিয়া মনি, শলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মনোয়ার হোসেন, বিয়াম স্কুলের মাহফুজ জান্নাত প্রমুখ।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, ইন্সট্রাক্টর- উপজেলা রিসোর্স সেন্টার মো. রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম সহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গণ।
আলোচনা সভা শেষে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ+প্রাপ্ত ১১৩ শিক্ষার্থীর হাতে ব্যাগ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।#