# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি......................................................
মধুর মাস জৈষ্ঠ্যের মিষ্টি ফল আম,আম সবার কাছে জনপ্রিয় ফল,প্রিয় ফলের এমন বাম্পার ফলনের সম্ভাবনা দেখে বেজাই খুশি নওগাঁ জেলা আত্রাই উপজেলার বাগান মালিক ও চাষিরা। পরিশ্রম ও বিনিয়োগ সফল হবে এমন ধারনায় তারা দিন রাত আগলে রেখেছেন শখের আম বাগান গুলো। তবে এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় আমের বাম্পার ফলনেরও আশা করছেন আম চাষিরা।
ফলন ভালো পেতে বাগান গুলো পরিচর্যায় ব্যস্ত সময় এখন পার করছেন আম চাষিরা। উপজেলার ৮টি ইউনিয়নের গ্রামে গ্রামে আম বাগান গড়ে তুলেছেন কৃষক।আমের পাশাপাশি তারা জমিতে ধান ও উৎপাদন করছেন সেই জমিতে,ওই সমস্ত আম বাগান গুলো দেখে মন জুড়িয়ে যায়। তবে সবেমাত্র বাগান গুলোতে আমের কড়ি গুলো গজিয়ে উঠেছে। আর কড়ি গুলো ধরে রাখতে চাষিরা বিভিন্ন রাসায়নিক ওষুধ স্প্রেসহ পরিচর্যার কোনো ত্রুটিই রাখছেন না।
বাগান মালিকরা জানান এবার বাগান জুড়ে আমের বাম্পার ফলন হওয়ার কথা। এখনও আমের কড়ি গুলো ভাল আছে । সেথানে কোন রোগ বালাই দেখা দেয়নি। তারা জানান, অনুকূল আবহাওয়া ও ঠিকমত কীটনাশক প্রয়োগ করায় এবারে নেংড়া,গোপালভোগ,খিরসা, রুপালি,ফজলি আম চাষিরা বলেন এবারে আমাদের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর