মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে আগাম আমের মুকুল দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন আমবাগানে গাছে গাছে মুকুল ফুটতে শুরু করায় চাষিদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও নতুন আশার সঞ্চার।
চাষিরা জানান, অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পরিচর্যার ফলে এ বছর কিছু আগাম জাতের আমগাছে নির্ধারিত সময়ের আগেই মুকুল এসেছে। এতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আশাবাদী। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই দমন করা গেলে এ বছর আমের ভালো ফলন পাওয়া যেতে পারে।তবে মুকুল রক্ষায় নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে আগাম মুকুল দেখা দেওয়ায় বাজারে আমের সম্ভাব্য সরবরাহ নিয়েও ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। সব মিলিয়ে আত্রাইয়ের আমচাষিদের মধ্যে এখন উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর