মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় উৎপাদিত পাট এখন রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অনাবৃষ্টির কারণে পাট জাগ দিতে ভোগান্তি পোহাতে হলেও এবার উৎপাদন ভালো হওয়ায় এবং ন্যায্য মূল্য পেয়ে খুশি পাটচাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অন্য বছরের তুলনায় এবার পাটের দামও বেশি হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। উপজেলার বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে, বর্তমানে ভালো মানের পাটের দাম মণপ্রতি ৩ হাজার ২০০ টাকা এবং নিম্নমানের পাটের দাম ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফলে ন্যায্য মূল্য পেয়ে কৃষকদের মধ্যে পাট চাষে আগ্রহ বাড়ছে।
ভবানীপুর গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, “এবার পাটের ফলন ভালো হয়েছে এবং দামও বেশ ভালো। তাই লোকসানের ভয় নেই।” খনজোর গ্রামের কৃষক টিপু সুলতান জানান, “শুরুর দিকে বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তা ছিল, তবে পরে বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে। আগামী বছর আরও বেশি জমিতে পাট চাষ করার পরিকল্পনা করছি।”
আহসানগঞ্জ হাটে সিরাজগঞ্জ থেকে পাট কিনতে আসা ব্যবসায়ী তরিকুল আলম বলেন, “আমরা নিয়মিত এখান থেকে পাট কিনি। এবার গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি, তবে মানও ভালো।”
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “গত বছরের তুলনায় এবার পাটের ফলন ও দাম—দু’টিই বেশি। কৃষকরা ন্যায্য মূল্য পেলে আগামী মৌসুমে পাট চাষে আরও আগ্রহী হবে।”
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর