স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা ।। আঠারো বছর যিনি মাঠে ছিলেন না, আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন বলে জানিয়েছেন,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু।
ইসলামী বক্তা ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা আমির হামজা কর্তৃক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রয়াত ভাই কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঈশ্বরদী পৌর,উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে ঈশ্বরদী শহরে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষে বাজারের রিক্সাস্ট্যান্ডে অনুষ্ঠিত পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র চলছে । তারই অংশ হিসেবে আমির হামজা এই কুরুচি পুরনো বক্তব্য দিয়েছেন। তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ারও আহবান জানিয়ে বলেন, “একজন ধর্মীয় বক্তার মুখ থেকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য আসে, তাহলে কোনোভাবেই আমরা তা মেনে নিতে পারি না। এটি শুধু একটি পরিবারের নয়, বরং শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
র্ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,আটঘরিয়ার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফারুক হোসেন,বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল ও আনোয়ার হোসেন জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে রেলগেট জিরোপয়েন্ট বাস টার্মিনাল থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উত্তেজিত নেতাকর্মীরা আমির হামজার কুষ পুত্বলিকা দাহ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর