নিজস্ব প্রতিবেদক……………………………………………..
১৮ ফেব্রুয়ারি ১৯৬৯, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎসময়ের প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহাকে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের সামনে নির্মমভাবে হত্যা করে। তিনি তখন আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ সংবরণ করছিলেন।
ড. জোহা হানাদার বাহিনীকে ছাত্রদের গুলি না আহবান জানিয়ে বলছিলেন,—'আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত, এরপর কোনো গুলি হলে আমার ছাত্রদের গায়ে লাগার আগে যেন আমার গায়ে লাগে।' হানাদাররা তাই করেছিল!
ড. জোহার রক্তে সেদিন সারা বাংলা বিক্ষোভে ফেটে পড়ে—ঊনসত্তরের গণঅভ্যুত্থান তরান্বিত হয়। মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. জোহাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। ড. জোহা দিবস জাতীয়ভাবে পালনের দাবি জানাই।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর