# শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে: আজিজ কো অপারেটিভ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমার ফিক্সড ডিপোজিট করা টাকা ৬৪ হাঁজার টাকা নিয়ে পলাতক রয়েছেন মোঃ তাজুল পিতা মোঃ বাচ্চা প্রমাণিক বারী মন্ডল মোছাঃ মূশিদা বেগম গাইবান্ধা।
গাইবান্ধা জেলা জজ কোর্ট এ টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে ।সাদুল্যাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে সাংবাদিক মোছা শাহরিন সুলতানা সুমার টাকা উদ্ধার করে তাকে হয়রানি করা থেকে রেহাই দেয়ার অনুরোধ জানিয়েছে আদাততের কাছে।
উল্লেখ্য, সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা দৈনিক সবুজ নগর পত্রিকা জেলা প্রতিনিধি গাইবান্ধায় মততার সাথে কাজ করছেন। এব্যাপারে সকল প্রকার সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে আদালত ও পুলিশ প্রশাসনের কাছে। এব্যাপারে বাদী মাননীয় প্রধান উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতি জনপ্রশাসন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, জেলা প্রশাসক গাইবান্ধা, বিভাগীয় কমিশনার রংপুর, ডিআইজি রংপুর রেঞ্জ রংপুর, আইজিপি পুলিশ হেডকোয়ার্টার ঢাকাসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় লিখীত আবেদন করেছেন সুবিচারের জন্য।#