# মোমিনুর রহমান, শ্যামনগর প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বুথভিত্তিক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এ সম্মেলনে উপজেলার ৯৬টি ভোটকেন্দ্রের এজেন্টরা অংশগ্রহণ করেন।
উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক মহসিন আলম এবং অধ্যাপক আব্দুল হামিদ প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, “আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি ভোটকেন্দ্রে সংগঠিত জনশক্তি গড়ে তুলতে হবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দক্ষতা ও সতর্কতা অপরিহার্য।” তিনি আরও বলেন, “চক্রান্ত ও ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় কৌশলগতভাবে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য।”
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় দেশের ন্যায়ভিত্তিক পরিবর্তনের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় বুথভিত্তিক এজেন্টদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ মাঠপর্যায়ের এজেন্টদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।#