প্রেস বিজ্ঞপ্তি ২৭ ফেব্রæয়ারি ২০২৩......................
আগামীকাল বুধবার (১ মার্চ) রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী।
২০১৪ সালের এ দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান রাজশাহীর এ কৃতি সন্তান। সাইদ উদ্দিন আহমেদের জন্ম ১৯৩১ সালের ২২ অক্টোবর। তিঁনি ১৯৫০ সালে রাজশাহী মুসলিম হাইস্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন রাজশাহী কলেজে। সেখানে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নকালে ভাষা আন্দোলন শুরু হলে ঝাঁপিয়ে পড়েন রাজপথে।
সাইদ উদ্দিন আহমদ সাংবাদিক ও লেখক ছিলেন। তিঁনি সাপ্তাহিক ও দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, ডেইলি পিপল, ডেইলি মর্নিং পোস্ট ও ডেইলি অবজারভারসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে রাজশাহীতে কাজ করেছেন। তিঁনি রাজশাহী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা। ২০১৪ সালের ১ মার্চ ৮৪ বছর বয়সে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালের আগে হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনিসহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন সাইদ উদ্দিন আহমদ। প্রয়াত
এ ভাষাসৈনিকের ৯ম মৃত্যুবার্ষিকী স্মরণে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে ১ মার্চ সকালে ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের কবর জিয়ারত, দুপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ, বাদ আসর সাহেব বাজার জিরো পয়েন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেনÑ রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, প্রয়াত ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমেদের সন্তান অ্যাডভোকেট রবি উদ্দিন আহমদ শাহিন, রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহিন এলেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু ও প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর