# মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ………………………………………………….
একুশে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস। আার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। পাকিস্তান সৃষ্টির পর থেকে পর্ব বাংলার প্রতি পাকিস্তান সরকারের নির্যাতন নিপিড়ন বেড়েই চলছিল” বাঙালি জাতির ভাষা সাহিত্য ও সংস্কৃতির ওপর আঘাত করে পশ্চিম পাকিস্তানি শোষকেরা। পাকিস্তান সরকারের পক্ষ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা
প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনার শত বাধার মুখেও সোচ্চার হয় বাংলার কবি সাহিত্য সংস্কৃতি ব্যক্তিত্ব সহ বাংলার তরুণ সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় বাংলা বিজয়ের যুদ্ধ। এতে অংশ গ্রহণ করেন, রফিক” শফিক” সালাম” বরকত” জব্বার সহ নাম না”জানা শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক সহ সকল পেশাজীবি লক্ষ লক্ষ জনতা অংশ গ্রহণের মাধ্যমে চলে ভাষা আন্দোলন, দীর্ঘ ৯ মাস একটানা যুদ্ধে অংশ গ্রহণ ৩০লক্ষ শহিদ ও ২লক্ষ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে ২১শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস হিসাবে রূপ নেই, বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেন, বাঙালার দামাল ছেলেরা।
এই আন্দোলনের পথ ধরেই আমাদের মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার সংগ্রামের মাধ্য দিয়ে ফিরে আসে মায়ের ভাষা” বাংলা সাহিত্য ও সংস্কৃতি ফিরে পাই স্বাধীন লাল সবুজের পতাকা। যে ভাষা আন্দোলনের সাক্ষী হয়ে আছে” চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও বাংলাদেশ বেতার খুলনা, খুলনার ডুমুরিয়া বদ্ধভূমি সহ সকল রেডিও স্টেশন যা স্বাধীনতা ও মাতৃভাষার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে অনন্তকাল। যেখান থেকে মহান মাতৃভাষা দিবসের ইতিহাসের জন্মের নেপথ্য কাজ করেছে” বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সহ সকল কবি সাহিত্য সংস্কৃতিকদের লেখা কবিতা ও গান প্রচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিশাল ভুমিকা পালন করে।
এ দিকে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর পর ২০০০ সালে ২১ ফেব্রুয়ারি থেকে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মহান স্বাধীনর স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলা ভাষাকে এনে দেন অনন্য সম্মান। সারা পৃথিবীতে সকল ভাষার মানুষের কাছে ২১ ফেব্রুয়ারি এখন একটি বিশেষ দিন।#