প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:০০ পি.এম
আওয়ামী লীগের বিরুদ্ধে সকলমামলাই তুলে নেবো: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা আছে, সেই সকল মামলাই তুলে নেব।
ফখরুল আরো বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা প্রতিহিংসাও চাই নাহ। সেই কারণেই
আওয়ামী লীগের মতন মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেবো ইনশাআল্লাহ।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় এসব তিনি এসব কথা বলেন।
জামায়াত এর অনড় অবস্থান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। শুধু জামায়াত নয়, কোন রাজনৈতিক দলের কোন অন্যায় আবদার মেনে নেবে নাহ বিএনপি। আর বিএনপি এমন কোন খড়কুটোর দল নয়, যে এমন ছোট খাটো দলের খোট খাটো হুমকি ধামকিতে ভয় পেয়ে যাবে। বিএনপির সাথে এদেশের জনগণ আছে। সেই জনগণই আমাদের শক্তি। সেই জনগণের শক্তি দিয়েই নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও হুসিয়ারি দেন তিনি।
আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি আরো বলেন, আর পাগলামি করবেন না। জনগণের কাছে মাফ চান। এখনো মাফ চাননি। ছোট বাচ্চা-ছেলেগুলোকে গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। শান্তির রাজনীতি করতে চাই। এজন্য আমরা নির্বাচন চেয়েছি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না। এসব আমরা মেনে নেব না।
এ উপলক্ষে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর