# আব্দুল বাতেন: দেশের বাজারে পেঁয়াজের দাম দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে আমদানিকারকদের জন্য পেঁয়াজের ইম্পোর্ট পারমিট (আইপি) উন্মুক্ত করার দাবি জানিয়েছে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. একরামুল হক।
এ সময় সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, দেশীয় উৎপাদন বাজারের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাম্প্রতিক সময়ে সীমিত আকারে আইপি প্রদান শুরু করলেও মাত্র কয়েকজন আমদানিকারককে ৩০–৫০ মেট্রিক টন আইপি দেওয়া হয়েছে। পরে কৃষকদের স্বার্থ বিবেচনা করে আইপি দেওয়া বন্ধ করা হয়। বর্তমানে শত শত আমদানিকারকের আবেদন প্রক্রিয়াধীন।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, হাইকোর্টে কয়েকজন আমদানিকারক রিট করে হাজার হাজার মেট্রিক টনের আইপি পাওয়ার আদেশ নিয়েছেন। “যদি কিছু ব্যবসায়ী বিপুল পরিমাণ আইপি হাতে পান, তবে তারা সিন্ডিকেট গড়ে মনোপলি ব্যবসা চালু করতে পারবেন, যা বাজার অস্থিতিশীল করবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করবে,” বলেন একরামুল হক।
সংগঠনের নেতাদের মতে, বাজার নিয়ন্ত্রণ ও আমদানিকারকদের স্বার্থ রক্ষার জন্য সবার জন্য সমান সুযোগে আইপি উন্মুক্ত করার বিকল্প নেই। সীমিত আইপি প্রদানের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে এবং দাম আরও বৃদ্ধি পেতে পারে।
বিশেষজ্ঞরা মনে করেন, দ্রুত সিদ্ধান্ত নিলে দাম স্থিতিশীল রাখা সম্ভব। সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, দ্রুত ও গ্রহণযোগ্য পদক্ষেপ নিলে বাজারে স্বাভাবিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর