সবুজনগর অনলাইন ডেস্ক : চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মঙ্গলবার পাঞ্জাব কিংসের ঘরের মাঠের ম্যাচে আইপিএল’র কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাথে ম্যাক্সওয়েলের নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
এক বিবৃতিতে আইপিএল ম্যাক্সওয়েলের শাস্তির বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কি কারণে এই জরিমানা সেটা খোলাসা করেনি। বিবৃতিতে শুধু বলা হয়েছে ২.২ আর্টিকেলের লেভেল ওয়ানের অধীনে যে অপরাধ রয়েছে সেটা ম্যাক্সওয়েল স্বীকার করে ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।
আইপিএল’এ গতকাল টস জয়ী পাঞ্জাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ম্যাক্সওয়েল ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন। রবিচন্দ্রন অশ্বীনের বলে কট এন্ড বোল্ড হবার আগে ১ রান সংগ্রহ করতে খেলেছেন মাত্র দুই বল। প্রিয়ানশ আরিয়ার ৪২ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংসের সাথে লোয়ার অর্ডারে শশাঙ্ক সিংয়ের ৩৫ বলে অপরাজিত ৫২ রানে পাঞ্জাব ৬ উইকেটে ২১৯ রানের শক্তিশালী স্কোর গড়ে। ম্যাচে ১৮ রানে জয়ী হয় পাঞ্জাব। সিএসকে’র ইনিংসে প্রথম উইকেটটি দখল করেছিলেন ম্যাক্সওয়েল। রাচিন রবিন্দ্রকে ৩৬ রানে তিনি উইকেটের পিছনে প্রভাসিমরান সিংয়ের ক্যাচে সাজঘরে পাঠান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর