প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২২, ১১:২৫ এ.এম
অসুস্থ জেলা জজ হাসপাতালে, দেখতে রাজশাহীর ডিসি এসপি

# জিয়াউল কবির স্বপন...............................
রাজশাহীর জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান কে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে যান জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। তাঁরা বুধবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলম।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রাজশাহীর জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান নিউরোলজিস্ট সমস্যা আক্রান্ত এখন অনেকটা সুস্থ এবং ভাল আছেন। তবে রেস্টে থাকতে হবে। তিনি মঙ্গলবার (২১ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজশাহী জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান নিউরোলজিস্ট জনিত সমস্যায় আক্রান্ত হয়ে নগরীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১নং ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।#
সান/০৭
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর