মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: গাছে আছে কলার কাধি, কাধি আছে তবে কাধির উপর থেকে কাটা, সেই কাটা কলার কাধিই ঝুলছে গাছে। রাতের আধারে মাঠের কলা ক্ষেতটি এভাবেই কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের জাফরপুর এলাকার চিল্লেতলা মাঠে।
জাফরপুর এলাকার কৃষক আকবর আলী ও একই এলাকার সাইদুর রহমান নামের দুজন কৃষকের কলাগাছ গুলো বৃহস্পতিবার গভীর রাতে কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক আকবর আলী।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা প্রায় ১০০শ’ কলা গাছ কেটে দিয়েছে। প্রতিটি কলা গাছের কাধি ছিলো। ২০ থেকে ২৫ দিন পর কৃষক কলা গুলো বাজারে বিক্রি করতেন। ফলে কৃষকের আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
কৃষক আকবর আলী বলেন, আমার সাথে কারো কোন শত্রুতা নেই। আমি এক বিঘা জমির উপর ৩০০ টি কলাগাছ রোপন করেছি। আর্থিক ক্ষতি করার জন্য এঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, ঘটনাটি শুনে কলা খেত পরিদর্শনের জন্য পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর