প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ১:৫১ পি.এম
অবৈধ যৌনাচার:রাজশাহী নগরীর ৩ আবাসিক হোটেল থেকে ৫ তরুণ ও ৩ তরুণী আটক

জিয়াউল কবীর: রাজশাহী মহানগরীর ৩টি আবাসিক হোটেলে থেকে অবৈধ যৌন কাজের অভিযোগে ৫ তরুণ ও ৩ তরুণীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতি সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি চলাকালীন অভিযোগের ভিত্তিতে তারা বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার গণক পাড়া এলাকার আবাসিক হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল, হোটেল রহমানিয়া ও গ্র্যান্ড হোটেলে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ যৌনকর্ম প্রক্রিয়ারত অবস্থায় ৫ তরুণ ও ৩ তরুণীকে আটক করে। তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এরা নগরীর যুবা গ্যাং'র সদস্য। যারা বর্তমানে রাজনৈতিক ছায়ার নিচে চলে গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী নির্দিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা সমুন্নত ও সুরক্ষা নিশ্চিত ও অবৈধ কর্ম রোধ করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বলে পুলিশ কমিশনারের সুত্র জানিয়েছ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর