মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি-
রাজশাহী নগরীর ভাড়া বাড়ি থেকে এক নারীর অর্ধেক পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা তাকে হত্যার পর আগুন দিয়ে মাথা ও বুক পুড়িয়ে দেয়া হয়েছে। নিহত নারীর নাম হেলেনা (৩৫)। তার বাবার নাম নায়েক আলী, মহল্লা চন্দ্রিমা থানার নামো ভদ্রা এলাকায় রেল লাইনের পাশে।
স্থানীয়রা জানান, ভাড়া বাড়ির একটি ঘরে হেলেনা একা বসবাস করতেন। দুবছর আগে ডিভোর্স হবার পর রয়েল নামে এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। এ ব্যক্তির বর্তমান সংসারে পূর্বের স্ত্রী রয়েছে। এ নিয়ে হেলেনার সাথে রয়েল ও তার স্ত্রীর প্রায়ই কলহ লেগে থাকতো। শুক্রবার দিবাগত রাতে সবাই এবাদতে মশগুল থাকার কোন এক ফাঁকে হেলেনাকে কেউ হত্যা করে থাকতে পারে বলে ধারণা তাদের। মরদেহ উদ্ধারের পর রাজশাহী মেডিকেলের মর্গে পাঠিয়েছে চন্দ্রিমা থানা পুলিশ। তবে হেলেনার পরিবারের কেউ এখনও থানায় মামলা দায়ের করেনি।
পুলিশ বলছে মামলা প্রক্রিয়াধীন, আজকের মধ্যেই তা রেকর্ড হবে। এ ঘটনায় তাদের তদন্ত চলমান বলেও জানানো হয়েছে। হেলেনা দুবছর আগে সৌদীতে কর্মরত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর