প্রেস বিজ্ঞপ্তি, ৯ নভেম্বর ২০২২.....................................
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, কবিকুঞ্জের উপদেষ্টা, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর সভাপতি প্রফেসর ড. সুজিত কুমার সরকার এর মরদেহে শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর ভূবনমোহন পার্কে রাসিক মেয়রের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকতারা।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজশাহী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে পরিবারসহ সেন্টমার্টিনে অবস্থানকালে হার্ট অ্যাটাকে পরলোক গমন করেন প্রফেসর ড. সুজিত কুমার সরকার।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর