মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার চন্দনকোঠা গ্রামের মোঃ আলমগীর হোসেন তার মেয়ে মোসাঃ আফসানা মিমির এইচএসসি পরীক্ষার ফলাফল স্থগিত হওয়ায় তানোর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আফসানা মিমি তানোর মহিলা কলেজের মানবিক বিভাগের নিয়মিত ছাত্রী (শিক্ষাবর্ষ ২০২৩–২৪)। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। তার রেজিস্ট্রেশন নম্বর ২০১২৬২০০৪৫ এবং রোল নম্বর ২১৩০৯৪ । আলমগীর হোসেনের দাবি, তার মেয়ে সব লিখিত পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন করেছে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভালো ফলও করেছে। তবে মৌখিক পরীক্ষার দিন তিনি নিজে কলেজে উপস্থিত থেকে কন্যাকে অংশগ্রহণ করালেও কলেজ কর্তৃপক্ষ তাকে অনুপস্থিত দেখিয়েছে। এর ফলে রাজশাহী শিক্ষা বোর্ড তার ফলাফল স্থগিত রাখে।
তিনি অভিযোগ করেন,“কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীন আচরণের কারণে আমার মেয়ের ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তানোর মহিলা কলেজের অধ্যক্ষ অভিযোগ অস্বীকার করে বলেন, “উক্ত ছাত্রী প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় উপস্থিত ছিলেন না। নিয়ম অনুযায়ী অনুপস্থিতদের ফল স্থগিত রাখা হয়েছে।”
এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর