1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর নিয়ামতপুরে প্রেম গোসাই মেলায় পুনরায় অশালীন যাত্রা চালুর প্রতিবাদে  মানববন্ধন ও প্রতিবাদ সভা তাহেরপুর পৌরসভায় আওয়ামীলীগের লিফলেট বিতরণকালে আটক ১ বাগমারায় পুলিশের অভিযানে আ’লীগ ও যুবলীগের ৫ জন গ্রেপ্তার রাবিতে কোরআন পোড়ানো ঘটনায় মূল অভিযুক্ত আরএমপি  কর্তৃক ময়মনসিংহে গ্রেপ্তার ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  রাজশাহী কলেজ অধ্যক্ষের সাথে বহিরাগত শিক্ষার্থীর দুর্ব্যবহার রূপসায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ  শিবগঞ্জ তত্তিপুর মহাশ্মশানে মকর সংক্রান্তি মেলায় প্রসাদ বিতরণ রাজশাহীর বিলশিমলায় প্রতারক চক্রের রসানলে সাংবাদিক পরিবার  মেলায় অনিয়মের অভিযোগের সংবাদ প্রকাশিত হওয়ায় সংবাদ সম্মেলন

 পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণঃ সাদুল্যাপুরের  নলডাঙ্গা রেলষ্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের বিরতি দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শাহাদত হোসেন খোকন/ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে: গাইবান্ধার নলডাঙ্গা রেলষ্টেশনে শুধু মাত্র রংপুর এক্সপ্রেস ট্রেনটি প্রারম্ভিক তারিখ থেকে যাত্রা বিরতি করছে। কিন্তু অতি পরিতাপের বিষয় আজ ও ট্রেনটি স্হায়ী বিরতিকরন হয়নি। বাকি এক্সপ্রেস ট্রেনগুলি বুড়িমারী এক্সপ্রেস ট্রেন, লালমনি এক্সপ্রেস ট্রেন করতোয়া এক্সপ্রেস ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনগুলো থামেনা।

উত্তরবঙ্গের জেলাশহরগুলোতে চিকিৎসা শিক্ষা ব্যাবসা -বাণিজ্যা ও চাকুরীর জন্য যাওয়া খুবই দূরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।  এলাকাবাসী বুড়িমারী এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস দোলনচাঁপা এক্সপ্রেস করতোয়া এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ালে নলডাঙ্গা সহ আশেপাশের এলাকাবাসী খুবই উপকৃত হবে। আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন লালমনি এক্সপ্রেস ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন করতোয়া এক্সপ্রেস ট্রেন গাইবান্ধার নলডাঙ্গা ষ্টেশনে দাঁড়ালে রেলের রাজস্ব  আয় বাড়বে । নলডাঙ্গা ষ্টেশনে আন্তঃনগর ট্রেনগুলি যাত্রা বিরতি না দেওয়ায় এই অঞ্চলের ২০ টি ইউনিয়নের ছাত্র-ছাত্রীদের ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুর বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ড এ যেতে অসুবিধার সৃষ্টি হচ্ছে।

নলডাঙ্গা থেকে প্রতিদিন দিনে- রাতে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার নিয়মিত ২৪ টি বাস চলাচল করে। নলডাঙ্গা একটি ঐতিহাসিক স্থান, পাক ভারত মহাদেশের এক প্রসিদ্ধ বিখ্যাত জমিদার ছিলেন। পাকভারত উপমহাদেশের শ্রেষ্ট নাট্যকার তুলসী লাহিড়ী তুলসী লাহিড়ী লিখেছিলেন ছেঁড়া তার, ও দুঃখের ইমান “পথিক” ইত্যাদি। ১৯৪৮ সালে তুলসী লাহিড়ীর পথিক নাটকটির পাকভারত ফ্লিম তৈরি করা হয়। ১৯৫৪ সালে তুলসী লাহিড়ীর ছেড়াতার ও দুঃখিনী শ্রেষ্ট বিবেচনায় ভারতবর্ষে নেহেরু পুরষ্কার লাভ করে। ঢাকা – রংপুর -রাজশাহী-দিনাজপুর থেকে বহুলোক এই নলডাঙ্গায় তুলসী লাহিড়ীর জমিদার বাড়ি ভ্রমন করতে আসে।

নলডাঙ্গাবাসী রেল সেবা থেকে বঞ্চিত, এই অঞ্চলের লোকজন টিকেট কাটতে আগ্রহী, নলডাঙ্গা রেলষ্টেশন টি ’বি‘ ক্লাস রেল ষ্টেশন । নলডাঙ্গায় অনেক স্কুল কলেজ ও মাদ্রাসা রয়েছে, এখানে মাজার ও গ্রোথ সেন্টার ও বিভিন্ন এনজিও এবং ব্যাংক রয়েছে। নলডাঙ্গায় ডিগ্রি এইচএসসি ও এস এসসি পরীক্ষা সেন্টার রয়েছে। এখানে ডিগ্রি কলেজ টি ১৯৬৭ সালে স্থাপিত। এখানে মহিলা কলেজ ও রয়েছে। এখানে ৫০০০ অধীক দোকান পাট রয়েছে। এখানে বিশ্ব খাদ্য গুদাম রয়েছে, এখানে ভূমি অফিস রয়েছে, এই সমস্ত সার্বিক দিকগুলো বিবেচনা করে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন, লালমনি এক্সপ্রেস ট্রেন, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন, করতোয়া এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রা বিরতির যথেষ্ট দাবি রাখে।

নলডাঙ্গায় রেল ষ্টেশন আন্তঃনগর ট্রেন বিরতির জন্য এলাকাবাসি মাননীয় প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি  জনপ্রশাসন উপদেষ্টা,  স্বরাষ্ট্র উপদেষ্টা,  রেল উপদেষ্টা জেলা প্রশাসক গাইবান্ধা বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর ডিআরএম/রেল লালমনিরহাট, জি এম রাজশাহীসহ বিভিন্ন মন্ত্রণালয় লিখিতত আবেদন করা হয়েছে ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট